ছাত্রনেতা আনিস খান (Anish Khan) হত্যার ঘটনার তিন দিনের মধ্যে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, কীভাবে ওই মৃত্যু হয়েছে, তা রাজ্যকে তিনদিনের মধ্যে জানাতে হবে। মুখ্যমন্ত্রী বিশেষ তদন্তকারী দল গঠন করার দিনই বিস্ফোরক অভিযোগ, হাওড়া গ্রামীনের পুলিশ সুপার সৌম্য রায়ের (SP Soumya Roy)। নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলেও তিনি জানান, আনিসের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা ছিল।
হাওড়ার আমতায় ছাত্রনেতার হত্যার ঘটনায় হাইকোর্টে আবেদন করেন আইনজীবী কৌস্তভ বাগচী। তাঁর আবেদন গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার ওই ঘটনায় যাবতীয় তথ্যপ্রমাণ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি মান্থার বেঞ্চ। ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টের আগামী শুনানি।
এদিকে হাওড়া গ্রামীনের পুলিশ সুপার সৌম্য রায় বলেন, "বাগনান থানায় পকসো আইনে মামলা ছিল আনিসের নামে। কোর্ট থেকে সমন জারি হয়েছে। তাতে পকসো ধারা আছে। তবে এর জেরেই কিছু হয়েছে কিনা, তা তদন্তসাপেক্ষ বিষয়।"
আরও পড়ুন: আনিস খানের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ মমতার, ছাত্রমৃত্যুতে এখনও উত্তাল আমতা
সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আনিস খানের হত্যার ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হবে। এদিকে আদালতও তিনদিনের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আনিস খানের দেহের ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। জানিয়েছেন, পুলিশ সুপার সৌম্য রায়। আনিসের মোবাইলও খুঁজছে পুলিশ।