দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে নন্দীগ্রানের সভায় কুরুচিপূর্ণ মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি৷ তার বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। গত শুক্রবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বক্তব্য রাখতে গিয়েই রাষ্ট্রপতির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন অখিল। সোমবার নবান্নে সাংবিধানিক বৈঠকে অখিলের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পরে ভিডিয়ো বার্তায় অনুতাপ প্রকাশ করেন রামনগরের বিধায়ক।
এবার, অখিলের মন্তব্যে খতিয়ে দেখে আগামী দু'সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, অখিল গিরির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে আগামী দুসপ্তাহের মধ্যে পুলিশকে তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে। পরবর্তী মামলার শুনানি হবে আগামী ১২ ডিসেম্বর।
প্রসঙ্গত, নন্দীগ্রাম থেকে নয়াদিল্লি অখিলের বিরুদ্ধে এফআইআর হয়েছে। জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠিও গিয়েছে। এমনকী, স্বয়ং রাষ্ট্রপতিকে চিঠি লিখেও ক্ষমা চাওয়া আশ্বাস দিয়েছেন অখিল গিরি। রাষ্ট্রপতি সম্পর্কে কটুক্তির পর মন্ত্রিসভা থেকে অখিল গিরিকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিরোধী দল বিজেপি। রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার দাবিতে সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।