মাদক পরীক্ষায় ৬০০ দিন কেটে গিয়েছে। এতদিন ধরে জেলেই অভিযুক্ত। মামলাকারীর অভিযোগ শুনে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালীকাকে তলব কলকাতা হাই কোর্টের। মঙ্গলবার তলব করা হয়েছে তাঁকে।
২০২১ সালের ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গির মণ্ডল নামে এক যুবককে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, তাঁর থেকে পাওয়া যায় মেথামফেটামাইন জাতীয় এক মাদক। তবে উদ্ধার হওয়া মাদক পরীক্ষার জন্য কোনও পরীক্ষাগার রাজ্যে ছিল না। গাজিয়াবাদে পাঠানো হয় নমুনা। কিন্তু সেই নমুনা পাঠানোর ৬০০ দিন পেরিয়ে গেলেও কোনও রিপোর্ট পাওয়া যায়নি। এই নিয়েই এবার আদালতের দ্বারস্থ হন জাহাঙ্গির মণ্ডল। সোমবার ওই আবেদনের শুনানিতে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: মঙ্গলে তাপসকে তলব ইডির, হতে পারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
সোমবার হাই কোর্টে রাজ্য ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্ট ল্যাবরেটরির অধিকর্তা জানান, এমন নমুনা পরীক্ষা করার কোনও পরিকাঠামো রাজ্যের নেই। এরপরই ডিভিশন বেঞ্চ জানায়, কোনও অভিযুক্তকে কীভাবে এতদিন জেলে আটকে রাখা যেতে পারে। রাজ্যের কী মত, জানতে চেয়ে স্বরাষ্ট্রসচিবকে হাই কোর্টে তলব করা হয়েছে।