একেবারে শিয়রে সূয্যিমামা। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ৪০ ডিগ্রি তো ছুঁয়েইছে তাপমাত্রা, হাওয়া অফিসের পূর্বাভাস তাপমাত্রা আরও বাড়বে। এই প্রচন্ড তাপেও আইনজীবীদের পোশাকবিধি মেনে চলতে হয়। সাদা শার্ট, সঙ্গে আঁটসাঁট টাই, তারউপর আবার কালো মোটা সিল্কের জোব্বা। আদালতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত এমন তপ্ত রোদ মাথায় নিয়ে ছুটতে হয় তাঁদের। যা বেশ কষ্টকর। এবার আইনজীবীদের প্রতি সহানুভূতিশীল কলকাতা হাইকোর্ট।
এর আগে পোশাক নিয়ে অস্বস্তির কথা একাধিকবার এই আদালতে জানিয়েছিলেন তাঁরা। এবার তাঁদের আবেদনই মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতির নির্দেশ , এই গরমে এজলাসে আপাতত কালো জোব্বা পরতে হবে না আইনজীবীদের। এদিন থেকে কার্যকর হওয়া এই নির্দেশ ভাল থাকবে আগামী জুন মাসে গ্রীষ্মবকাশ শেষ না হওয়া পর্যন্ত।