রাজ্যে বাতিল হতে চলেছে ৮০৫ জন শিক্ষকের চাকরি। কারণ, বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছেন, এই ব্যাপারে চূড়ান্ত রায় জানাবে সিঙ্গল বেঞ্চই। নবম-দশম শিক্ষক নিয়োগের মামলায় ইতিমধ্যেই বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে ৮০৫ জনের মধ্যে ৬১৮ জনের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। ওই নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
রাজ্যে নবম-দশমে শিক্ষক নিয়োগের ঘটনায় উত্তরপত্র জাল করার অভিযোগ উঠেছিল। এই ব্যাপারে জাল উত্তরপত্র উদ্ধারও করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। ইতিমধ্যেই এই নিয়োগে ৮০৫ যে দুর্নীতি করেছিল তা স্বীকার করেছে স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশে ইতিমধ্যেই ৬১৮ জনের বিরুদ্ধে চাকরি বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিন ডিভিশন বেঞ্চ নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছে, এই ব্যাপারে বিচারপতি বিশ্বজিৎ বসু যে নির্দেশ দিয়েছেন, তা বহাল থাকবে। ডিভিশন বেঞ্চ তাতে হস্তক্ষেপ করবে না। প্রথমে অবশ্য এই ঘটনায় প্রথম মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেখান থেকে স্থানান্তরিত হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে।