গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টের (Calcutta HC)। সিবিআই (CBI) জামিনের বিরোধিতা করে। দীর্ঘ সওয়াল-জবাবের পর জামিনের আর্জি খারিজ করে আদালত।
বুধবার আদালতে অনুব্রতের আইনজীবী যুক্তি দেন, একই মামলায় সতীশ কুমার-সহ অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। তা হলে তাঁর মক্কেলকে ১৫০ দিনের বেশি জেলে বন্দি কেন থাকতে হবে। যদিও সেই যুক্তি খারিজ করে উচ্চ আদালত।
গত বছর অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। আসানসোল জেলে তাঁকে রাখা হয়। গরুপাচার মামলায় সিবিআইয়ের পর ইডির হেফাজতে যান অনুব্রত। এরপর খুনের চেষ্টার মামলায় রাজ্য পুলিশ গ্রেফতার করে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।
আরও পড়ুন: মেহেরুলির জঙ্গলে শ্রদ্ধারই হাড়গোড় ও চুল, উঠে এল ডিএনএ রিপোর্টে
মঙ্গলবার সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে 'রাজনৈতিক দৈত্য' বলেছিল। সিবিআইয়ের আইনজীবী জানান, অনুব্রত যদি জামিন পান, তা হলে গরুপাচার কাণ্ডে তদন্ত প্রভাবিত হতে পারে।