কলকাতা মেডিক্যাল কলেজে (Students Protest in Medical College) ছাত্র নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা অব্যহত। আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে বন্ধ পরিষেবা। অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের প্রধানদের ঘেরাও করে বিক্ষোভ চালানো হচ্ছে। রাতভর ঘেরাও হয়ে রয়েছে অধ্যক্ষ, এমএসভিপি-সহ বাকি বিভাগীয় প্রধানরা। অসুস্থ হয়ে পরছেন তাঁরা। ছাত্রদের বিক্ষোভ তুলে দেওয়ার আর্জি জানালেন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। এমনকি সুষ্ঠু ভাবে ছাত্র নির্বাচন করা হবে বলেও জানান তিনি।
কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, 'একটা ঘরের মধ্যে মোট ২৭ জন আটকে আছি। এর মধ্যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, আরআইও ডিরেক্টর— সকলেই এই ঘরে গত ৩০ ঘণ্টা ধরে রয়েছেন। শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেকের। সকলেই তো পঞ্চান্ন ঊর্ধ্ব।' একটি ঘরে এত জন মিলে থাকা অসুবিধাজনক বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, ছাত্র নির্বাচন তাঁরাও চান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের নির্দেশের অপেক্ষায় রয়েছেন।
আরও পড়ুন- তালা ভেঙে ফেললেন রোগীর আত্মীয়রা, মেডিকেল কলেজ নিয়ে মামলা হাইকোর্টে
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার থেকেই উত্তপ্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল(Students Protest in Medical College)। যার প্রভাব পরে পরিষেবাতেও।মঙ্গলবার বেলা বাড়তেই রোগীর পরিজনরা ভেঙে ফেলে মেডিকেল কলেজ হাসপাতালের(Students Protest in Medical College) গেটের তালা। মামলা দায়ের হয় হাইকোর্টে।