আরজি কর থেকে বিটি রোড। এবার শিক্ষা নেওয়ার পথে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, মত্ত হয়ে কোনও সিভিক ভলান্টিয়ার ধরা পড়লে আর ছেড়ে কথা বলা হবে না। তখনই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লালবাজার সূত্রে জানানো হয়েছে, এবার থেকে এই ব্যাপারে অভিযোগ খতিয়ে দেখবে ডেপুটি কমিশনার পদমর্যাদার কোনও অফিসার। তারপরেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
আরজি করের প্রতিবাদে শুক্রবার রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিটি রোডের উপরে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সেই বিক্ষোভের মধ্যেই মত্ত হয়ে বাইক চালিয়ে ঢুকে পড়েছিল কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার গঙ্গাসাগর গোন্দ। পড়ুয়াদের অভিযোগ, এই ব্যাপারে অভিযোগ জানানো হলে, প্রথম ওই সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেওয়া হয়। পরে কাশীপুর থানায় এফআইআর করা হলে গঙ্গাসাগরকে গ্রেফতার করা হয়।
আরজি করে সঞ্জয় রায়ের ঘটনা থেকে এমনিতেই শিক্ষা হয়েছে লালবাজারের। এরউপর শুক্রবার রাতের বিটি রোডের ঘটনা। শনিবার কলকাতা পুলিশের সদর দফতরের একটি সূত্র থেকে জানা গিয়েছে, অভিযুক্ত ওই সিভিককে ক্লোজ করা হয়েছে। এমনকী ক্লোজ করা হয়েছে ওই ট্রাফিক সার্জেনকেও। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে পারে।
এমনিতেই সিভিকদের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ উঠেছে বারে বারে। কিন্তু আরজি কর থেকে বিটি রোডের ঘটনার পর আর দেরি করতে নারাজ লালবাজার। তাই এবার থেকে কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়ে রাখা হল।