টেটের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে সল্টলেকে উত্তেজনা। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে ঘেরা করে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল টেটে উত্তীর্ণদের। কিন্তু তাঁদের হঠিয়ে দিল পুলিশ। অভিযোগ, পুলিশের সঙ্গে হাতাহাতিও হয় চাকরিপ্রার্থীদের।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত অপেক্ষা করছেন তাঁরা। কিন্তু চাকরি হয়নি। এরমধ্য়ে প্রশাসন শুধু আশ্বাসই দিয়েছে, তা কার্যকর হয়নি। যার প্রতিবাদেই এদিন পথে নামেন তাঁরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করা হয়। কিন্তু বিশাল পুলিশ গিয়ে তাঁদের বিক্ষোভ সরিয়ে দেয়। পুলিশের বিরুদ্ধে জোর করে বিক্ষোভ ভাঙার অভিযোগ করা হয়েছে। করুণাময়ী চত্বরে খানিকক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। চাকরিপ্রার্থীদের একটি বাসের মধ্যে জোর করে তুলে সেখান থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।
সম্প্রতি এসএসসিতে শিক্ষক নিয়োগের আন্দোলনকারীদের নিয়োগের ব্যাপারে সাহায্যের চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে তাঁর বৈঠকে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তবে এসএসসি আন্দোলনকারীদের নেতার সঙ্গে অভিষেকের ওই বৈঠক চলাকালীনই তাঁর দফতরের বাইরে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন টেট চাকরিপ্রার্থীরা।