জয় রাইডে বেরিয়ে দুর্ঘটনার কবলে। বুধবার ময়দানের এই ঘটনায় গ্রেফতার এক। রাস্তার মাঝে গাড়ির ধাক্কায় উল্টে যায় ঘোড়ার গাড়ি। এই ঘটনায় পেশায় আইনজীবী সৌরভ দত্ত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির দাবি, এই ঘটনায় তাঁর কোনও দোষ ছিল না। বরং ব্যস্ত সময়ে রেড রোডে তাঁর গাড়ির সামনেই এসে গিয়েছিল যাত্রি-সহ ঘোড়ার গাড়ি। টাল সামলাতে না পেরে প্রথমে তাঁর গাড়িতেই ধাক্কা মারা হয়। সেই ধাক্কাতেই উল্টে যায় ঘোড়ার গাড়ি। জানা গিয়েছে, বড়দিনের আগে কলকাতায় বেড়াতে এসেছিলেন সম্বলপুরের এক পরিবার। এই ঘটনায় শিশু-সহ আহত তিন জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় খুলে যায় ঘোড়া গাড়ির চাকা। রাস্তায় উলটে পড়ে ঘোড়াও। ঘটনার সঙ্গে সঙ্গে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ঘোড়ারও আঘাত লেগেছে । তবে তার সুস্থতা নিয়ে কোনও খবর নেই পুলিশের কাছে।
বড়দিনের আগে থেকেই বিভিন্ন পর্যটন স্থলে ভিড় বাড়ছে। ওড়িশা থেকে এসেছিল ওই পরিবার। ব্যস্ত রেড রোড দিয়ে যাচ্ছিল তাঁদের ঘোড়ার গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িটি ভিক্টোরিয়ার সামনে থেকে রেড রোডে পৌঁছতেই বাধে গন্ডগোল। অফিস যাওয়ার সময় রেড রোডে দ্রুত গতি গাড়ির ফাঁক গলেই ছুটতে ছুটতে আচমকাই তাল কাটে।