ফের দুর্ঘটনার সাক্ষী হল বেহালা। বৃহস্পতিবার সকালে ঠাকুরপুকুরে আবারও পথ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ুয়াদের পুলকার। ঘটনায় আহত দুই ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে যায় পুলিশ। আহত পড়ুয়াদের উদ্ধার করে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। অভিভাবকেরা এসে দুই পড়ুয়াকে বাড়ি নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চার জন স্কুলপড়ুয়াকে নিয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের দিকে যাচ্ছিল একটি পুলকার। জোকার দিক থেকে তারাতলার দিকে যাওয়ার সময় ঠাকুরপুকুর দাসপাড়া এলাকায় জেমস লং সরণির কাছে গাড়িটির চাকা ডিভাইডারে উঠে যায়। তারপরই গাড়িটি পাল্টি খেয়ে যায়।
সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় বাসিন্দারা। আহত পড়ুয়াদের উদ্ধার করা হয়। দ্রুত তাদের পরিবারের লোককে খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।