ভুল প্রশ্ন নিয়ে মামলা সমাধানের আগেই টেটের নতুন বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাই কোর্টে নতুন করে মামলা দায়ের। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তি নিয়েই মামলা দায়ের করা হয়েছে।
বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, আবেদন করার জন্য পর্যাপ্ত সময় আছে। তাই মামলাটি মঙ্গলবার হাই কোর্টের রেগুলার বেঞ্চে শুনানি হবে। এর আগে বিএড পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও দুটি মামলায়ই রেগুলার বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছে হাই কোর্টের অবসরকালীন বেঞ্চ।
আরও পড়ুন: আদালতে সশরীরে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, শুনানির জটিলতার পর নির্দেশ আদালতের
মামলাকারী অতনু বারুই ও শর্মিলা লায়েকের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, প্রার্থীদের ৬ নম্বর বাড়িয়ে ২০২০ সালে পুনরায় নিয়োগ করা হয়েছে। মামলাকারীরা যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ পাননি বলে অভিযোগ তাঁদের।