স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং স্কুল সার্ভিসের প্রাক্তন চেয়ারম্য়ান সুবীরেশ ভট্টাচার্য। সোমবার তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে গ্রেফতার করা হয়েছে। তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এরআগে, এই তদন্তে একাধিকার সুবীরেশকে জেরা করেছিল সিবিআই। এমনকী, তাঁর উত্তরবঙ্গ এবং কলকাতার বাড়িতেও হানা দেওয়া হয়েছিল। দফায় দফায় তাঁকে জেরার পর ছাদেও তাঁকে আটকে রাখা হয়েছিল।
এদিন দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর সেই ফ্ল্য়াট থেকেই গ্রেফতার করা হল সুবীরেশ ভট্টাচার্যকে। বর্তমানে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এদিনও তাঁর ফ্ল্যাটে হানা দিয়েছিলেন সিবিআই কর্তারা। দফায় দফায় জেরার পর, তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্য়ান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। সিবিআইয়ের দাবি, ওই সময়ে দুর্নীতির সবকথাই জানতেন প্রাক্তন চেয়ারম্যান।
এদিন, এই মামলার তদন্তে হাজার পাতার চার্জশিট পেশ করেছে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। সেখানে দাবি করা হয়েছে, রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং অর্পিতা মুখোপাধ্য়ায়ের সম্পত্তির পরিমাণ ১০৩ কোটি টাকা। যদিও এর আগে, সিবিআই জেরায় সুবীরেশ দাবি করেছিলেন, তাঁর আমলে -কোনও দুর্নীতি হয়নি। যদিও বাগ কমিটির রিপোর্টে তাঁর নাম উল্লেখ ছিল। সিবিআই সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টা ওই ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি সুবীরেশকে জিজ্ঞাসাবাদও করা হয়। বক্তব্যে অসঙ্গতি থাকার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছি সিবিআই।