কলকাতায় (Kolkata) প্রায়ত গায়ক কেকে-এর (Singer KK) মৃত্যুতে সিবিআই (Cbi) তদন্তের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। এই ব্য়াপারে আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্য়ায়ের মামলাকে অনুমতি দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Sribhastab) ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ভিভিশন বেঞ্চ। গত মঙ্গলবার কলকাতায় একটি কলেজ ফেস্ট গান গাইতে এসে অসুস্থ হয়ে পড়েন কেকে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্য়ু হয়।
এই ঘটনার পর থেকেই নানা বিতর্ক চলেছ। বিশেষ করে প্রশ্ন উঠছে নজরুল মঞ্চের (Nazrul Mancha) পরিকাঠামো নিয়ে। যদিও কলকাতার পুলিশ কমিশনার (Police Commissionar Of Kolkata) বিনীত গোয়েল জানিয়েছেন, অনুষ্ঠানের দিন নজরুল মঞ্চের ভিতরে কোনও বিশৃঙ্খলা হয়নি। এমনকী প্রয়াত গায়কের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও তাঁর মৃত্য়ুর কারণ হিসাবে হৃদরোগকেই উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় রবিবার কেকে-এর মৃত্য়ু নিয়ে মুখ খুলে অভিনেতা সাংসদ দেব দাবি করেছিলেন, এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। এই ঘটনার জন্য পুলিশ-প্রশাসনকে দায়ী করা ঠিক হবে না।
যদিও কেকে-এর মৃত্যুর পর থেকেই সিবিআই তদন্ত নিয়ে দাবি জানিয়ে এসেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিরোধীদের প্রশ্ন ছিল, কলেজ ফেস্টে কেকে-এর মতো ব্যয়বহুল তারকাকে আনার অর্থ আসে কোথা থেকে। প্রশ্ন তোলা হয়েছিল, তাঁর মতো একজনের গায়কের অনুষ্ঠান নিয়ে কেন উদাসীন ছিল পুলিশ। এই পরিস্থিতিতেই সোমবার কলকাতা হাই কোর্ট কেকে-এর মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলায় অনুমতি দিল।