সিবিআইয়ের আবেদনকে মান্যতা দিল আলিপুর আদালত। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ আদালতের। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পার্থর সঙ্গে সিবিআই হেফাজতের রাখার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও।
এদিন জামিনের আবেদন করে আদালতে সওয়াল করে পার্থ চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবনতির পাশাপাশি পারিবারিক গৌরবের কথাও তুলে ধরেন পার্থ। আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, তাঁর কাকা সাহিত্যিক ছিলেন। তাঁর মা ও বাবা উচ্চশিক্ষিত। তিনি নিজেও এমবিএ ডক্টরেট। দীর্ঘকাল বড় সংস্থায় কাজ করেছেন। তাঁকে যেন জামিন দেওয়া হয়।
আরও পড়ুন: পুজোর আগেই খুলবে টালা ব্রিজ, জানালেন মেয়র ফিরহাদ হাকিম
কিন্তু সিবিআইয়ের আইনজীবী আদালতে পাল্টা যুক্তি দিয়ে বলেন, নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তিনি অবৈধ নিয়োগে যুক্ত করেন শান্তিপ্রসাদ সিনহা, অশোক সরকার ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও নিজেদের হেফাজতে নেয় সিবিআই।