এক মাস হয়ে গেল, আর কতদিন লাগবে! আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে সিবিআই কর্তারা। জরুরি বিভাগের পাশে নর্মদা ক্যান্টিনে সিবিআই আধিকারিকদের ঘিরে প্রশ্ন করতে থাকেন কয়েকজন। এরপরই সিবিআই আধিকারিকরা গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু বিক্ষোভের মুখে পড়ে ফের হাসপাতালের ভিতরে ঢুকে আসতে বাধ্য হন তাঁরা। সোমবার সন্ধ্যায় আচমকা উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে।
আদালতের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে আর্থিক দুর্নীতিতেও নেমেছে সিবিআই। তথ্যপ্রমাণ খুঁজতে হাসপাতালে তদন্তে যাচ্ছেন আধিকারিকরা। সোমবারও তথ্যপ্রমাণ খুঁজতে হাসপাতালে যান সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, সোমবার জরুরি বিভাগে তৃতীয় তলার সেমিনার রুমের দিকে যান তদন্তকারীরা। খতিয়ে দেখেন সবকিছু। এরপরই সন্ধ্যায় জরুরি বিভাগের বিল্ডিংয়ের কাছে নর্মদা ক্যান্টিনের সব দিক খতিয়ে দেখা যায়। সিসি ক্যামেরা কোথায় কোথায় রয়েছে, কর্মীদের কাছে জানতে চান সিবিআই আধিকারিকরা। ক্যান্টিনের দোতলায় যান। তখনই আধিকারিকদের দেখে বিক্ষোভ শুরু হয়।
কয়েকজন মহিলা ও এক যুবক আধিকারিকদের ঘিরে প্রশ্ন করতে থাকেন। তাঁদের প্রশ্ন ছিল, "এক মাস তো হয়ে গেল, আর কতদিন লাগবে?" তদন্তকারীরা হাসপাতাল থেকে বেরোতে গেলে বিক্ষোভ আরও তীব্র হয়। বিক্ষোভকারীদের দাবি, সিবিআই সব জানে, সব দেখতে পাচ্ছে। কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না। হাসপাতালের মূল গেট থেকে গাড়ি নিয়ে বেরোতে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। ফলে সিবিআই আধিকারিকরা গাড়ি ঘুরিয়ে হাসপাতালের ভিতরে চলে আসেন।