আরও একটি হার্ডেল টপকে গেলেন তৃণমূল সাংসদ দেব। আদালতে তাঁকে ক্লিনচিট দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে ঘাটালের তৃণমূল সাংসদের একটি অডিং ক্লিপিকে নিয়ে অভিযোগ উঠেছিল। সেই মামলার শুনানিতে সোমবার কলকাতা হাইকোর্টকে সিবিআই জানাল, এই অভিযোগের কোনও সারবত্তা নেই। সিবিআইয়ের এই দাবির পরেই দেবের বিরুদ্ধে মামলা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা।
কী অভিযোগ ছিল দেবের বিরুদ্ধে ? লোকসভা নির্বাচনের সময় ঘাটালের তৃণমূল সাংসদের এক প্রতিনিধির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছিল। যা নিয়ে মামলা উঠেছিল হাই কোর্টে। এরমধ্যে অভিযোগকারী দাবি করেন, সেই টাকা তিনি ফেরৎ পেয়ে গিয়েছেন। পরবর্তী সময়ে দেবের প্রতিনিধি রামপদ মান্না এবং তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে হাই কোর্টে সিবিআই চেয়ে মামলা করেন বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি। মূলত নিজের এক্স হ্যান্ডেলে এই অডিও ক্লিপটি প্রকাশ করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
সোমবারের শুনানিতে আদালতকে সিবিআই আইনজীবী সংক্ষিপ্ত রিপোর্টে জানান, দেবের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন। কারণ, এই ব্যাপারে আগেই রিপোর্ট জমা দিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।