চাকরির নামের প্রতারণার অভিযোগে কাঁথিতে গ্রেফতার হয়েছেন এক শিক্ষক। এবার সেই ঘটনার অনুসন্ধান করতে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থারের এই নির্দেশের ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে যাবেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এদিন বিচারপতি সিবিআইকে নির্দেশ দিয়েছেন, এই ঘটনার সঙ্গে মূল নিয়োগ দুর্নীতির যোগ আছে কীনা, তা খতিয়ে দেখতে হবে।
সিবিআইকে বিচারপতির নির্দেশ, প্রাথমিক ভাবে এই দুর্নীতির অনুসন্ধান করবে সিবিআই। তার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতে রিপোর্ট জমা দিয়ে জানাতে হবে চলতি নিয়োগ দুর্নীতির সঙ্গে এই মামলার কোনও যোগসূত্র রয়েছে কী না। তিন সপ্তাহের মধ্যে এ ব্যাপারে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।
দীপক জানা নামে ইংলিশের ওই শিক্ষককে প্রতারণা অভিযোগ গ্রেফতার করেছে পুলিশ। চাকরির নাম করে লক্ষাধিক টাকা বাজার থেকে তোলার অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।