শিয়ালদহ আদালতে ধৃত সন্দীপ ঘোষ এবং টালা থানার OC অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল CBI এর আইনজীবী। শুনানিতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করার দাবি করেন আইনজীবী। পাশাপাশি তাঁর দাবি, গণধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
RG কর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে। তারপর আজ তাঁদের শিয়ালদহ আদালতে তোলা হয়েছিল। সেখানে তাঁদের ৩ দিনের CBI হেফাজতে চাওয়া হয়েছে।
শুনানিতে, CBI-এর তরফে জানানো হয়েছে ধর্ষণ এবং খুনের ঘটনার পর তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। এবং সেই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। যদিও খুন বা ধর্ষণের ঘটনার সঙ্গে সন্দীপ বা অভিজিৎ জড়িত ছিলেন না।
CBI আইনজীবীর দাবি, খুনের ঘটনার পর সন্দীপ এবং অভিজিৎ-এর মধ্যে ফোনে কথা হয়েছিল। তাঁদের মধ্যে কী কথা হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এবিষয়ে জেরায় মুখ খুলতে চাননি সন্দীপ ঘোষ।