সিবিআই হেফাজতে (CBI Custody) প্রথম রাত কেমন কাটল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)! সাত ঘণ্টার সফরের পর বিধ্বস্ত হয়ে পড়েন তৃণমূল নেতা। সকাল ৯টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘুম থেকে ওঠেননি তিনি। সকালে খাবারের পর ওষুধ দেওয়া হবে তাঁকে। সিবিআই সূত্রে খবর, এরপরই তাঁকে জেরা করবেন আধিকারিকরা।
এখনও পর্যন্ত যে তথ্যগুলি সামনে এসেছে, তার ভিত্তিতেই জেরা হবে। তাঁর দেহরক্ষী সায়গলের (Saigal Hossain) কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। সেখান থেকেও বেশ কিছু নথি পাওয়া গিয়েছে বলে খবর। এছাড়া গরুপাচার কাণ্ডের অন্যতম এনামুল হকের (Ennamul Haque) থেকেও বেশ কিছু তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের জেরার মুখে অনুব্রত কিছু বলেন কিনা, তার দিকে নজর থাকবে।
আরও পড়ুন: অনুব্রতর জন্য তৈরী প্রশ্ন, কী কী রয়েছে CBI - এর প্রশ্নমালায়?
অনুব্রত মণ্ডলের চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছে আদালত। হেফাজতে থাকাকালীন শরীর খারাপ হলে কমান্ডো হাসপাতালে চিকিৎসা করাতে হবে তাঁকে। শরীর খারাপ হলে কীভাবে চিকিৎসা করানো হবে, কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে বৈঠকে বসেন চিকিৎসকরা। তিন সদস্যের মেডিকেল বোর্ডও তৈরি হয়। ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্যপরীক্ষার নির্দেশও দেওয়া হয়।