গরুপাচার মামলায় জেলবন্দী অনুব্রত মণ্ডল। ভোট পরবর্তী হিংসার মামলাতেও তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। এই মামলায় কলকাতা হাই কোর্ট রক্ষাকবচ দেয় অনুব্রতকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা আছে।
গত ফেব্রুয়ারিতে নির্বাচন পরবর্তী হিংসা মামলায় একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। পরে গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টে যান। সেখানেই তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়। তদন্তে সহযোগিতা করতে হবে। এই শর্ত রাখে হাই কোর্ট। পাশাপাশি হাই কোর্ট জানায়, সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সিবিআই। সিবিআই আইনজীবীদের যুক্তি, অনুব্রতের রক্ষাকবচ আগাম জামিনের মতো। তদন্ত থমকে যেতে পারে। তদন্তে সহযোগিতা না করতে পারেন অনুব্রত। এই নিয়েই সুপ্রিম কোর্টে যায় সিবিআই।
আরও পড়ুন: হরিদেবপুর কাণ্ডে ঘনিষ্ঠ ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল! খতিয়ে দেখছে পুলিশ
প্রসঙ্গত, গরুপাচার মামলাতেও হাই কোর্টে একই আবেদন করেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই মামলায় হাই কোর্ট আর রক্ষাকবচ দেয়নি। এরপরই গ্রেফতার করা হয় বীরভূমের জেলা সভাপতিকে। বর্তমানে জেল হেফাজতে অনুব্রত মণ্ডল।