বীরভূমের বগটুই গ্রামে (Birbhum Violence) আগুনে পুড়ে নিহত হয়েছেন ৮ জন গ্রামবাসী। এই মামলার শুনানিতে সিবিআই-কে (CBI) দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশের পরই রামপুরহাটের উদ্দেশে রওনা সিবিআইয়ের। দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীর।
এদিন হাইকোর্টে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শুধু তদন্ত নয়, এই ঘটনায় সিবিআইয়ের হাতে বিশেষ ক্ষমতা দিয়েছে আদালত। জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে গঠিত সিট (SIT) কোনও তদন্ত করতে পারবে না। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে রাজ্যকে। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বগটুই কাণ্ডে নতুন করে কোনও অভিযুক্তকে গ্রেফতার ও অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দোষীদের শাস্তির ভারও সিবিআইয়ের হাতে তুলে দেয় আদালত। ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে প্রাথমিক রিপোর্ট জানাতে হবে আদালতকে।
আরও পড়ুন: বগটুই কাণ্ডে সিবিআই, কলকাতা হাইকোর্টের নির্দেশে 'ব্রাত্য' সিট
এদিন রাজ্য সরকারকে আদালত নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব মামলাটি সিবিআই। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, সিবিআইকে সব রকম সহযোগিতা করতে হবে রাজ্যকে।