বিকাশ ভবনে হঠাৎ হানা সিবিআইয়ের (CBI)। শুক্রবার বিকেলে আচমকা বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে এসে দাঁড়ায় সিবিআই আধিকারিকদের (CBI Officials) গাড়ি। সোজা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা।
রাজ্যের শিক্ষা দফতরের সদর কার্যালয় বিকাশ ভবন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর দফতর আছে। বিকাশ ভবনের ৬ তলায় মন্ত্রীর ঘরের উল্টোদিকে তাঁর সচিবালয়ের কম্পিউটার ও বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে সিবিআইয়ের একটি দল। জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের একটি গুদাম সিল করে দিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। পর্ষদ সূত্রে খবর, ওই গুদামে শিক্ষা দফতরের বিভিন্ন নথিপত্র রাখা থাকে।
জানা গিয়েছে, সিবিআইয়ের দলটির সঙ্গে একটি কালো বাক্স ছিল। শিক্ষামন্ত্রীর দফতরের বাইরে বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: ১৯ বছর পর জেলমুক্তি চার্লস শোভরাজের, মুখ খুললেন তার স্ত্রী নিহিতা বিশ্বাস
রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরেই তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের সূত্র ধরেই পর্ষদের গুদামে হানা বলে মনে করা হয়েছে। দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। বিকাশ ভবনে সিবিআই হানাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।