যত দিন গড়াচ্ছে, ততই যেন সিবিআইয়ের সাঁড়াশি চাপে আটকে পড়ছেন তৃণমূল নেতারা (TMC leaders)। এসএসসি দুর্নীতির মাঝেই এবার নতুন করে শাসকদলের তিন নেতা, মন্ত্রীর রক্তচাপ বাড়ালো সিবিআই (CBI)। এবার সিবিআইয়ের রাডারে পার্থ-পরেশ-অনুব্রতর সম্পত্তি। ইতিমধ্যেই সেই সম্পত্তির খতিয়ান চেয়ে আয়কর দফতরে চিঠি দিয়েছে সিবিআই। এই তিন নেতার কার নামে কত সম্পত্তি আছে, দ্রুত তার বিস্তারিত তথ্য দিতে হবে সিবিআইকে।
এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় এমনিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং পরেশ অধিকারী (Paresh Adhikari)। এর মধ্য়ে পরেশ অধিকারীর নিজের মেয়ের (Ankita Adhikari) নিয়োগই প্রশ্নের মুখে। সেই নিয়োগ বাতিল করেছে হাই কোর্ট(Calcutta High Court)। কোচবিহারের স্কুল থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা। তাঁকে বেতনের টাকাও ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- CBI summons Anubrata Mondal : ভোট পরবর্তী হিংসা মামলায় দুপুরে অনুব্রতকে তলব সিবিআইয়ের
পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) শিক্ষামন্ত্রী থাকাকালীন এসএসসি নিয়োগে দুর্নীতির (SSC Teacher Recruitment Scam) অভিযোগ ওঠে। বেআইনি পথে সেসময় শিক্ষক নিয়োগ হয়েছিল, এই অভিযোগে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করতে হাই কোর্টের নির্দেশে সিবিআই দফতরে জেরার মুখে পড়েন পার্থ চট্টোপাধ্যায়।
অন্যদিকে, বীরভূমের তৃণমূল (Birbhum TMC) সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গরু পাচার মামলায় সিবিআই তলব করেছিল। অসুস্থ থাকলেও তিনি নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন। তারপরই অবশ্য তিনি এসএসকেএমে শারীরিক পরীক্ষা করানোর পর বোলপুর(Bolpur) ফিরে যান। আজ, মঙ্গলবার তাঁকে ফের তলব করা হলেও এই মুহূর্তে কলকাতায় এসে জেরায় হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন। এও জানান, প্রশ্নপত্র তৈরি থাকলে তিনি বোলপুর থেকে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।