CBI Questions Rujira Banerjee: রুজিরাকে ম্যারাথন জেরা সিবিআইয়ের, বিদেশি মুদ্রা নিয়েও প্রশ্ন, দাবি সূত্রে

Updated : Jun 21, 2022 19:22
|
Editorji News Desk

কয়লা পাচার কাণ্ডে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ম্যারাথন জেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। 'শান্তিনিকেতন' থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা। মঙ্গলবার দু-দফায় অভিষেক-জায়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টিও উঠে এসেছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আজকের দিনে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ মঙ্গলবারই ত্রিপুরা রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপরই শান্তিনিকেতনে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। এদিন আগরতলার সভা থেকে ইডি, সিবিআইয়ের ফের সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তিনি ত্রিপুরা আসতেই জেরা করা হয়েছে রুজিরা। 

আরও পড়ুন: ত্রিপুরার জনসভা থেকে সিবিআইকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এরআগে গত মার্চ মাসে রুজিরা জেরা করা হয়েছিল। কয়লাপাচার মামলায় এর আগে একাধিকবার তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু নানা কারণে দিল্লিতে গিয়ে সেই হাজিরা দেননি রুজিরা। তাঁর নামে দিল্লি আদালতের নির্দেশে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। 

এই ইস্যুতে হাজিরা দিয়ে গত কয়েকদিন আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে দিল্লিতে তলব করা হয়েছিল। সেখানে বার কয়েক হাজিরা দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছিলেন অভিষেক। এমনকী আদালতে দাবি করেছিলেন, তিনি দিল্লি আসতে পারবেন। কিন্তু তাঁর সন্তানদের সামলে দিল্লি এসে রুজিরার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাই কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা যদি কলকাতায় তাঁর বাড়ি এসে রুজিরার সঙ্গে কথা বলেন, তা-হলে কোনও অসুবিধা নেই।

Rujira BanerjeeAbhishek BanerjeeShantiniketanCBI

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি