মঙ্গলবারও শহরজুড়ে সিবিআই তল্লাশি অব্যাহত। সিজিও কমপ্লেক্স থেকে সকালেই শহরের তিনদিকে রওনা দেয় তিনটি দল। একটি দল যোধপুর পার্ক, আরেকটি গড়িয়াহাট এবং তৃতীয়টি যায় ইএম বাইপাসের দিকে। তবে অভিযানের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন সিবিআই আধিকারিকরা।
জানা গিয়েছে, যোধপুর পার্কের সিবিআই টিম ২৫৫ নম্বর আবাসনে গিয়ে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে দেখা করেন। সেখানে থাকা ৫ জনের দলটি তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বলেই খবর। অন্যদিকে, দ্বিতীয় দলটি গিয়েছে ওই অ্যাকাউন্টেন্টেরই গণেশচন্দ্র অ্যাভেনিউয়ের অফিসে। তবে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেই এই অভিযান চালানো হচ্ছে বলে খবর।
আরও পড়ুন- Partha Chatterjee Update: সোমবার মাঝরাতে ইডি দফতর ছাড়লেন পার্থ-জামাতা, প্রয়োজনে ফের তলব, জানালো ইডি