মাস কয়েক আগে বেহালার একটি ফ্ল্যাটের নীচ থেকে পাওয়া গিয়েছিল অ্যাডমিট কার্ড এবং নিয়োগের নথি। পরে জানা গিয়েছিল ওই ফ্ল্যাটের বাসিন্দা ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। শনিবার সেই ফ্ল্যাটেই তল্লাশি চালাল সিবিআই। মাত্র দু মাস আগেই কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতে নিয়োগ দুর্নীতিতে নাম এসেছিল হৈমন্তীর। এমনকী তাঁর সঙ্গে গোপাল দলপতির কী সম্পর্ক, সেই তথ্যই প্রকাশ্যে এসেছিল। শনিবার সেই ফ্ল্যাটেই হানা সিবিআই।
নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম উঠে এসেছিল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তীর এই ঘটনাতে জড়িত বলেও অভিযোগ করা হয়েছিল। যদিও সংবাদমাধ্যমকে হৈমন্তী দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনকী গোপালের সঙ্গেও তাঁর সম্পর্ক আর নেই বলেও দাবি করা হয়েছিল। এমনকী, হৈমন্তীকে কার্যত ক্লিনচিটই দিয়েছিলেন গোপালও। কিন্তু এরপরেও হৈমন্তীর বেহালা ফ্ল্যাটের নীচ থেকে কেন নিয়োগের নথি পাওয়া গিয়েছিল, তা নিয়ে উঠেছিল প্রশ্ন।
শনিবার সকালেই গোপালের পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাড়িতেও হানা দিয়েছেন গোয়েন্দারা। সেখানে গোপালের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চালানো হয়েছে তল্লাশিও।