আরজি কর-কাণ্ডে এবার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা সিবিআইয়ের। বৃহস্পতিবা দুপুর ১টা নাগাদ সিবিআইয়ের অপরাধ-দমন শাখার আধিকারিকরা সুদীপ্ত রায়ের সিঁথির মোড় সংলগ্ন বাড়িতে হানা দেন। প্রসঙ্গত, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান। এর পাশাপাশি রাজ্যের তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতি।
দুপুর ১টা নাগাদ সিবিআই আধিকারিকরা সুদীপ্তের বাড়িতে হানা দেয়। বাড়ির নিচে অফিসঘরে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তদন্তকারীদের একটি দল বেসরকারি নার্সিংহোমটিতেও তল্লাশি অভিযান চালাচ্ছে। জানা গিয়েছে, তৃণমূল বিধায়কের বয়ানও নথিভুক্ত করবে সিবিআই।