রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্তে ফের একবার টাকা উদ্ধার। এবার টাকা উদ্ধার এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে। বুধবার, তাঁর বাড়ি থেকে ৫০ লক্ষ নগদ-সহ উদ্ধার হয়েছে সোনা এবং একাধিক নথি। সিবিআই সূত্রে খবর, একটি নথি থেকে মিলিছে দেড় হাজার চাকরি প্রার্থীর নাম। আর একটি নথিতে রয়েছে সম্পত্তি সংক্রান্ত বিষয়। যা শান্তিপ্রসাদ ও তাঁর স্ত্রীর নামে রয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে এখনও জেলবন্দি শান্তিপ্রসাদ।
সিবিআই জানিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশেই তাদের এই তল্লাশি। মূলত একাদশ-দ্বাদশে শিক্ষক দুর্নীতির তদন্তে এই তল্লাশি করা হয়েছে। যদিও নিজেদের বিবৃতিতে সরাসরি শান্তিপ্রসাদের নাম নেয়নি সিবিআই। দাবি করা হয়েছে, এই তল্লাশি চলেছে স্কুল সার্ভিস কমিশনের এক প্রাক্তন উপদেষ্টার বাড়িতে। সিবিআই নাম না করলেও, ইঙ্গিত যে শান্তিপ্রসাদের দিকে তা কার্যত স্পষ্ট।
এই দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শান্তিপ্রসাদ সিনহাকে। সিবিআইয়ের দাবি, এর আগে বিভিন্ন সময় জেরার সময় তাদের আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন এসপি সিনহা।