টেট দুর্নীতি মামলায় আরও বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার সিবিআই—এর দশ জনের একটি দল তল্লাশি চালায় তাঁর বাড়িতে। শুধু মানিক ভট্টাচার্যের বাড়িতেই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে খবর।
উল্লেখ্য, টেট দুর্নীতি মামলার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা পরে কার্যকরও হয়। প্রথমে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। তবে তাতে লাভ হয়নি। ফলে তাঁকে ফের কলকাতা হাইকোর্টের ১৭ নম্বর এজলাসে হাজিরা দিতে হয়। মানিককে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাঁর বিপুল সম্পত্তির হিসেব চান বিচারপতি। পরে তা হলফনামা আকারে জমাও দিতে বলেন।
টেট দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ ছিল, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আদালতের সেই নির্দেশেের পরেই সিবিআই দফতরে হাজিরা দেন মানিক। তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।