নিয়োগ মামলায় ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি সিবিআইয়ের। বুধবার সকালে ওই ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। রাত সাড়ে নটা পর্যন্ত চলে তল্লাশি। সিবিআই সূত্রে খবর, তাঁর ওই ফ্ল্যাটে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথির খোঁজ চালাচ্ছিল কেন্দ্রীয় সংস্থা। নথি ওই ফ্ল্যাটে আছে বলেই জানতে পারে সিবিআই।
বর্তমানে জেলে আছেন প্রসন্ন। নিউটাউনের ওই ফ্ল্যাটটি প্রসন্নের স্ত্রীর নামে আছে। ওই ফ্ল্যাটেই বুধবার সকালে হাজির হয় কেন্দ্রীয় সংস্থার একটি টিম। বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
এর আগেও নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। অভিযোগ, প্রসন্নের ফ্ল্যাট থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল উদ্ধার হয়েছে। এমন অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও দিলীপ ঘোষ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।