বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি তল্লাশি চালায় সিবিআই। বেহালার বাড়ি থেকে নগদ টাকা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটি অ্যাডমিট কার্ড এবং তাঁর দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। তবে ঠিক কত টাকা তাঁরা বাজেয়াপ্ত করেছেন, তা জানানো হয়নি। কিন্তু হাজিরা সংক্রান্ত কোনও কথা হয়নি বলে জানান সুজয়।
বৃহস্পতিবার সকালে সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে হানা দেয় ৬-৭ জনের সিবিআই দল। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে শুরু হয় তল্লাশি। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে গোপাল দলপতির কাছ থেকে সুজয়কৃষ্ণ ভদ্রের হদিশ পান গোয়েন্দারা। পরে জানা যায়, 'কালীঘাটের কাকু' বলে পরিচিত সুজয় আদৌও কালীঘাটের বাসিন্দাই নন। তাঁর বাড়ি বেহালায়।
আরও পড়ুন- NRC in Bengal: 'বাংলায় NRC করতেও দেব না', মালদার প্রশাসনিক সভায় আশ্বাস মুখ্যমন্ত্রীর