বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরিহারানো প্রার্থীদের সিবিআই তলব। তাঁদের মধ্যে থেকেই ১০ জনকে ডাকা হয়েছে বলে খবর।আগামী সপ্তাহের বিভিন্ন দিনেই তাঁদের ডাকা হয়েছে। শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর দিনেই এই নোটিশ দিয়েছে সিবিআই। যাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, এই চাকরিহারানোদের অধিকাংশই মিডলম্যান ধরে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ।
অন্যদিকে, শুক্রবারই বিচারপ্রার্থীদের আশ্বস্ত করে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, হতাশ হবেন না। মামলা চলছে, বিচারও হবে। কিন্তু বিচারপতি এও জানান, যে যুক্তিতে অভিষেক-সংক্রান্ত মামলা তাঁর এজলাস থেকে সরিয়ে নেওয়া হল। সেই একই যুক্তিতে সব মামলা তাঁর এজলাস থেকে প্রত্যাহার করে নেওয়া হতে পারে।