রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে ফের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব সিবিআইয়ের। বুধবার ফের তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শুক্রবারই অসুস্থতার কথা জানিয়ে সিবিআইয়ের (CBI) তলব এড়িয়ে গিয়েছেন অনুব্রত। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে সিবিআই। এবারও কি অনুব্রত মণ্ডল যাবেন! নাকি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাবেন, সেটাই প্রশ্ন রাজনৈতিক মহলের।
এর আগে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ডাকেন সিবিআই আধিকারিকরা। সেই মামলায় বেশ কয়েকবার হাজিরা এড়ান অনুব্রত। ভর্তি হন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে। তারপর মে মাসের মাঝামাঝে হঠাৎ করেই স্বেচ্ছায় সিবিআইয়ের কাছে হাজির হন অনুব্রত। দীর্ঘ জেরার পর ফের অনুব্রত মণ্ডল এসএসকেএম হাসপাতালে যান। জানান, প্রাথমিক চিকিৎসার জন্য তিনি হাসপাতালে এসেছেন। নিজাম প্যালেসে দীর্ঘ জেরার পর বেশ বিধ্বস্ত দেখায় অনুব্রতকে।
আরও পড়ুন:দমদমে গান স্যালুট দেওয়া হবে কেকে-কে, শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এরপর গত শুক্রবার নিজাম প্যালেসে আসার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু হাজিরা এড়িয়ে যান অনুব্রত। সিবিআই আধিকারিকদের কাছে ১৫ দিন সময় চেয়ে নেন তিনি। অনুব্রত মণ্ডল জানান, তিনি না গেলেও সিবিআই তাঁর বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এক সপ্তাহের মধ্যে দুবার বীরভূমের জেলা সভাপতিকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।