বেলেঘাটার বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকার খুনে সিবিআই তলব বিধায়ক পরেশ পালকে। একুশের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরদিনই মৃত্যু হয় অভিজিতের। তারপরেই তাঁকে খুন করা হয়েছে বলে সুর চড়ায় বিজেপি। অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে। সেই ঘটনায় বুধবার পরেশ পালকে(TMC MLA Paresh Pal) নিজাম প্যালেসে তলব করল সিবিআই(CBI)_।
এ বিষয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের(BJP MP Locket Chatterjee) অভিযোগ, ভোট-পরবর্তী হিংসায় তৃণমূলের(TMC) অনেক বড় বড় লোকজন যুক্ত রয়েছে। তারা যেভাবে মানুষকে খুন করেছে, নির্যাতন করেছে, বিজেপি কর্মীদের হত্যা করেছে; তাতে তাদের ডাকাই তো স্বাভাবিক।'
জানা গেছে, একুশের নির্বাচনী ফলাফল ঘোষণার খুন হন বেলেঘাটার বিজেপি কর্মী(BJP worker Murder) অভিজিত্ সরকারে। পরিবারের তরফে অভিযোগছিল, তাঁকে পিটিয়ে খুন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাড়ির কাছেই ওই বিজেপি নেতাকে খুন করা হয়েছিল। তৃণমূল নেতা পরেশ পাল(MLA Paresh Pal) এবং এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিজিতের পরিবার। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইয়ের (CBI) হাতে।
এতদিন পরেশ পাল এবং ওই কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়ে ক্ষোভ ছিল অভিজিতের(BJP worker Avijit Sarkar) পরিবারের। এমনকি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মৃতের দাদা বিশ্বজিত্ সরকার সিজিও কমপ্লেক্সের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে শুরু করেন। অবশেষে অভিযুক্ত তৃণমূল বিধায়ককে(TMC MLA) জিজ্ঞাসাবাদের জন্য ডাকায় কিছুটা হলেও আশার আলো দেখছেন মৃত বিজেপি কর্মীর পরিবার।