গত ৯ অগাস্ট আরজি কর কাণ্ডের সময় হোটেল বুকিং। বুধবারই নতুন সূত্র খুঁজে পেয়েছিল সিবিআই। বৃহস্পতিবারই দুই হোটেলকর্মীকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কার নির্দেশে সেদিন রাতেই নিহত চিকিৎসকের ময়নাতদন্ত হয়েছিল! জানতে চেষ্টা করছেন তদন্তকারীরা। বুধবার সিবিআই জানতে পারে সল্টলেক সেক্টর ২-এ একটি হোটেল বুকিং করা হয়েছিল। অনলাইন অ্যাপের মাধ্যমে ওই হোটেলটি বুক করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই।
বুধবার দুই হোটেলকর্মীকে তলব করে ভিসিটার্স বুক ও নথি চেয়ে পাঠায় সিবিআই। ওই হোটেলে কে ছিলেন, তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার হোটেলকর্মীদের জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত ৯ অগাস্ট, আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিভিন্ন সূত্র মেলানোর চেষ্টা করছে সিবিআই। সিবিআই কর্তারা জানিয়েছেন, ধৃতদের ফোন থেকে এই হোটেলের তথ্য খুঁজে পাওয়া গিয়েছে। সিবিআই জানতে পেরেছে, ওই হোটেল থেকেই ধৃতদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু কে সেই ব্যক্তি, তা এখন জানার চেষ্টা করছে সিবিআই।