শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় SSC-এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ফের হেফাজতে নিল সিবিআই। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ আদালতে তোলা হয় তাঁকে।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তঁর গ্রেফতারির পরই পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফজতে নেওয়ার আবেদন করেন সিবিআই আধিকারিকরা। শুক্রবার আদালত তাতে সম্মতি দিয়েছে। সূত্রের খবর, এবার নিয়োগ দুর্নীতি মামলায় তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই।
নিয়োগপত্র কার নির্দেশে দেওয়া হয়েছিল! নিয়োগপত্র নিয়ে তাঁদের কী ভূমিকা ছিল! তদন্তে নেমে এবার সিবিআই আধিকারিকদের সামনে এই প্রশ্নগুলিই উঠে আসছে। এই মামলায় সিবিআই যে FIR দায়ের করেছিল, তাতে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের। সিবিআই শুক্রবার আদালতে অভিযোগ করেছে, শান্তিপ্রসাদ তদন্তে সহযোগিতা করছেন না।
আরও পড়ুন: সুস্বাস্থ্যের কামনা, প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার
এর আগে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে দুই মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিনহাকেও। তাদের সংস্থার গাড়ি ব্যবহার করতেন শান্তিপ্রসাদ। তাঁকে হেফাজতে নিয়ে আরও তথ্য জানতে চান সিবিআই আধিকারিকরা।