গরুপাচার মামলার তদন্তে বীরভূমের চার রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের চার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সোমবার নিজাম প্যালেসে তাঁদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকালেই কলকাতা আসেন ব্যাঙ্কের ৪ আধিকারিক। গরুপাচার মামলায় অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত তথ্যের কথা জানতে পারে সিবিআই।
সূত্রের খবর, গরুপাচার মামলার তদন্তে আরও গভীরে যেতে চাইছে সিবিআই। অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসেছে সেই টাকা অন্য কোথাও বিনিয়োগ হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন করতে পারেন সিবিআই আধিকারিকরা। গরুপাচার সংক্রান্ত বিপুল অর্থ কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছেন, তাও ব্যাঙ্ক আধিকারিকদের কাছে জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা।
এর আগে অনুব্রত ও আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজরদারি চালিয়ে ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া যায়। অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা-সহ ঘনিষ্ঠদের কিছু অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে সিবিআই। অন্য সব অ্যাকাউন্টের উপরেও নজরদারি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।