শেখ শাহজাহানকে হেফাজতে নিল সিবিআই। বুধবার সন্ধ্যায় সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতাকে হেফাজতে নিল তারা। এসএসকেএম হাসপাতাল থেকে শাহজাহানকে হেফাজতে পেয়েছে সিবিআই। এর আগে শাহজাহানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় সিআইডি।
জানা গিয়েছে, এদিন স্বাস্থ্যপরীক্ষার জন্য শাহজাহানকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, শাহজাহানকে পিছনের দরজা নিয়ে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম।
এদিকে বুধবার ৪টে ১৫ মিনিট পার হওয়ার পরেও শাহজাহানকে তুলে দেওয়া হয়নি। এই নিয়ে ফের আদালতের দ্বারস্থ হয় ইডি।