শহরে ফের সিবিআই তৎপরতা (CBI)। বুধবার বিকাশ ভবনে (Bikash Bhawan) হানা সিবিআইয়ের। এদিন সন্ধে ৬টা নাগাদ বিকাশ ভবনে রাজ্যের শিক্ষাসচিব মনীশ জৈনকে (Manish Jain) জিজ্ঞাসাবাদ করেন ২ সিবিআই আধিকারিক। নিয়োগ দুর্নীতি নিয়ে নথিও সংগ্রহ করেন তাঁরা।
সিবিআই সূত্রে খবর, ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তা সংগ্রহ করতেই বিকাশ ভবনে আসেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: বঙ্গে ১২ দিন ভেসে থাকবে ‘গঙ্গা বিলাস’, জলপথে কলকাতা-ঢাকা, সূচনা করবেন প্রধানমন্ত্রী
এর আগেও সিবিআইয়ের গোয়েন্দারা বিকাশ ভবনে আসেন। নিয়োগ দুর্নীতি নিয়ে নথি সংগ্রহ করেন আধিকারিকরা। শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়কের দফতরে সময় কাটান।