এবার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করল সিবিআই (CBI)। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিতে (SSC Sca) জেলবন্দি পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আদালতের নির্দেশে স্কুল নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছিল সিবিআই। সেই মামলার যোগসূত্রে পার্থ ও অর্পিতাকে কেন্দ্রীয় সংস্থাকে হেফাজতে নেওয়া হবে। সিবিআই সূত্রে খবর, "ইডির মামলা এখন প্রাথমিক পর্যায়ে আছে। দুই কেন্দ্রীয় সংস্থার আলোচনার ভিত্তিতেই হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হবে।"
এক সিবিআই কর্তা বলেন, "সরকারি চাকরি বিক্রি করে কোটি কোটি লুট। সঙ্গে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়ে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে পঙ্গু করে দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট দফায় দফায় কোর্টে পেশ করা হচ্ছে।"
সিবিআই কর্তারা জানাচ্ছেন, হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি, প্রাথমিক টেট, স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি- সব মিলিয়ে এখনও ৯টি মামলা করেছে সিবিআই। সেই মামলার ভিত্তিতেই গত এপ্রিল থেকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে সমান্তরাল তদন্ত চালাচ্ছে সিবিআই। ইডির এক্তিয়ারে দুর্নীতিতে যে টাকা লেনদেন হয়েছে, তার উৎস ও অর্থ কোথায় গিয়েছে, সেটুকুই আছে। এখনও পর্যন্ত অর্পিতার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ কোটি টাকা, ১১ কেজির সোনার গয়না, বেশ কিছু বিদেশি মুদ্রার লেনদেন ও যৌথ সম্পত্তির হদিশ মিলেছে। অর্পিতার বাড়িতে সোনার গয়নায় বিদেশি যোগও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: সোমবারই হাজিরা দিতে হবে, অনুব্রতকে জানিয়ে দিল সিবিআই
সিবিআই তদন্তকারীদের দাবি, শুধু পার্থ-অর্পিতাই জড়িত নন। দুর্নীতির শিকড় অনেক গভীরে আছে। পার্থের মতো একাধিক প্রভাবশালী ব্যক্তি এতে জড়িত। মন্ত্রী ঘনিষ্ঠ আধিকারিক সহ শিক্ষা দফতরের বেশ কিছু মহিলা অফিসারও এর সঙ্গে জড়িত বলে দাবি তদন্তকারীদের।