ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার আলিপুর কোর্টে এই আবেদন করেন সিবিআই আধিকারিকরা। বলা হয়েছে, SSC দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে তথ্য ও প্রমাণের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র পাচ্ছেন তদন্তকারীরা। তাই তদন্তের স্বার্থেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিতে চাইছে CBI।
SSC নিয়োগে আর্থিক অনিয়মের অভিযোগে, প্রায় ২ মাস ধরে জেল হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়। আপাতত প্রেসিডেন্সি জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই আবেদন করেছে, শুক্রবার পার্থকে প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে আনা হোক। পার্থকে জেল হেফাজত থেকে সিবিআই হেফাজতে আনা হবে কিনা, তা আদালতই সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২৮০ জন, দৈনিক সংক্রমণের হার ৩.১৯ শতাংশ
গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। জামিনের আবেদন করলেও বারবার পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন নাকচ করেছে আদালত। ভার্চুয়াল মাধ্যমে শুনানি করা হয় তাঁর। বুধবারও জামিনের আবেদন করেন তিনি। কিন্তু ফের তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।