R G Kar Doctor Death: আর জি কর তদন্তে CBI ইঙ্গিত, এই প্রথম মুখ্যমন্ত্রীর ডেডলাইনের সামনে কলকাতা পুলিশ

Updated : Aug 12, 2024 14:22
|
Editorji News Desk

RG কর কাণ্ডের তদন্তে রবিবার পর্যন্ত সময় রয়েছে কলকাতা পুলিশের হাতে। সোমবার সোদপুরে এই ঘটনায় নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম রাজ্যের কোনও ঘটনায় কলকাতা পুলিশকে তদন্ত শেষ করতে সময়সীমা বেঁধে দিলেন পুলিশমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রবিবার পর্যন্ত যদি আর জি করের ঘটনায় কোনও ইতিবাচক তদন্ত না হয় তাহলে এই ঘটনার তদন্তভার CBI-কে দেওয়া হবে। এদিনও তিনি উল্লেখ করেন, সরকারি হাসপাতালের এই ঘটনার তদন্ত CBI-কে দিতে তাঁর কোনও আপত্তি নেই। 

কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 
রাজনৈতিক মহলের দাবি, আর জি করের ঘটনায় গোঁড়া থেকেই জুনিয়ার ডাক্তারদের প্রতিবাদকে কার্যত সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী। এদিন সোদপুরে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলার পর পুলিশকে ডেডলাইন বেঁধে দেওয়ার বার্তাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি করা হয়েছে। যদিও CBI-এর সাফল্য নিয়েও খানিক প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে সিঙ্গুরের তাপসী মালিকের হত্যাকাণ্ড। মমতার দাবি, CBI তদন্তে এখনও এই ঘটনাগুলির কোনও বিচার হয়নি। বিচার পাননি নন্দীগ্রামে গুলিচালানোর ঘটনায় মৃত ১৪ জনের পরিবারও। 

তবে তিনি জানিয়েছেন, মানুষের সন্তুষ্টির স্বার্থে RG করের ঘটনার তদন্ত CBI-কে সোঁপে দিতে তাঁর কোনও বাধা নেই। কারণ তিনি চান মহিলা চিকিৎসককে সরকারি হাসপাতালের মধ্যে যারা খুন করে খুন করে ধর্ষণ করেছে, তাদের ফাঁসি হোক। সেই কারণে এই মামলা ফাস্ট ট্র্যাক আদালতে করার জন্য তিনি অনুরোধ করেছেন। রাজনৈতিক মহলের দাবি, পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনা, পরিস্থিতির উপর নজরদারি এই দুটি ফ্যাক্টরকে মাথায় রেখেই কলকাতা পুলিশকে এই প্রথমবার কোনও তদন্তে ডেডলাইন বেঁধে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Mamara Banerjee

Recommended For You

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি

editorji | কলকাতা

Mamata Banerjee : ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা