রাজ্যে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। এবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সিবিআই। সিজিও কমপ্লেক্সে খুব মশা। আর এই মশা থেকে মুক্তি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চিঠি পাঠিয়েছে রাজ্য প্রশাসনের কাছে। জানানো হয়েছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি।
রাজ্যে গত কয়েকদিন ধরে ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই উদ্বেগ জনক হয়ে উঠছে। সল্টলেকেও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন অনেকে। ডেঙ্গির এই বাড়বাড়ন্ত দেখে এক প্রকার আতঙ্কে রয়েছে সিবিআই। তাই সাহায্য চেয়ে তড়িঘড়ি বিধাননগর পুরনিগমকে চিঠি লিখল তদন্তকারী সংস্থা।
চিঠি লেখা হয়েছে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তের কাছে। গত ৭ নভেম্বর সোমবার সিজিও কমপ্লেক্সের অফিস থেকে ওই চিঠি যায়। সেটি পৌঁছোয় দু'দিন পর অর্থাৎ ৯ নভেম্বর।
সেই চিঠিতে লেখা হয়েছে, সিজিও কমপ্লেক্সে বড্ড মশা। পুরনিগম এই বিষয়ে যেন জরুরী পদক্ষেপ করে। এমনকি বাতলে দেওয়া হয় কী করতে হবে তাও। বলা হয়, মশা কমাতে মসকুইটো রেপেল্যান্ট বা ফগ মেশিন ব্যবহার করতে।
চিঠির কথা স্বীকার করেছেন সব্যসাচী দত্ত। তিনি জানিয়েছেন, সেই অনুযায়ী পুরসভা কাজও করে দিয়েছে। এছাড়াও তিনি বলেন, সিজিও কমপ্লেক্সের কেউ আক্রান্ত হয়নি, কিন্তু আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নিতেই তাদের এই উদ্যোগ।