গত কয়েকদিন ধরেই পড়ুয়া মৃত্যুর ঘটনায় উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তদন্তে নেমে বিশ্ববিদ্যালয় এবং হস্টেলের একাধিক অব্যবস্থার কথা সামনে এসেছিল। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং হস্টেলের মোট ১০ টি জায়গা চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মোট ২৬টি সিসি ক্যামেরার অর্ডার দিয়েছেন কর্তৃপক্ষ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার পর একাধিক বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়। তার মধ্যে CC ক্যামেরা না থাকার বিষয়টিও ছিল। স্টেক হোল্ডারদের সঙ্গে একটি বৈঠকও করে কলেজ কর্তৃপক্ষ। এরপর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে।