ফের নামবদল। এবার আলিপুরের ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনের নাম বদলের সিদ্ধান্ত কেন্দ্রের। নতুন নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন। জাতীয় গ্রন্থাগারকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি অনুরাধা প্রসাদ। তিনি চিঠিতে জানিয়েচেন, ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনের নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। কর্তৃপক্ষকে যথাযোগ্য পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে বিজেপির রাজ্য কমিটির কিছু বৈঠক হয়েছে। তাদের পক্ষ থেকে ভাষা ভবনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখার দাবি তোলা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাঁর বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের প্রায় ৮০ হাজার বই জাতীয় গ্রন্থাগারকে দান করেছিলেন। এবার তাঁর নামেই ভাষা ভবনের নাম রাখার প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের জের, বৃহস্পতিবার স্থগিত মহমে়ডান স্পোর্টিংয়ের ম্যাচ
২০২০ সালে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হয়। কলকাতায় এসে নিজে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।