এবার যাদবপুর ছাত্রমৃত্যু নিয়ে সরব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। রাজ্যে এসেই যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে কড়া নিন্দা করলেন তিনি। জানালেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) র্যাগিং রোধে যা পদক্ষেপ ছিল, তা করা হয়নি। এমনকি হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরও সেই নির্দেশ লাগু করা হয়নি। UGC-কে এই নিয়ে রিপোর্টও পাঠায়নি বলে অভিযোগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর।
একই সঙ্গে এই ঘটনার দায় রাজ্য সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তাঁর অভিযোগ, র্যাগিং রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। এই সংক্রান্ত আইন রাজ্য সরকারের মেনে চলা উচিত বলেও পরামর্শ দেন তিনি।
যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে একেবারেই সন্তুষ্ট নয় ইউজিসি। তিনি জানান, রাজ্য সরকার দায়িত্ব থেকে সরে গেলে হবে না। যে পরামর্শ দেওয়া হয়েছে সেগুলির বাস্তবায়ন করতে হবে। আগামী সপ্তাহে যাদবপুরকাণ্ড খতিয়ে দেখতে ইউজিসির প্রতিনিধি দল যাদবপুরে আসতে পারে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন - 'কাশ্মীর ঠান্ডা করে দেওয়া হয়েছে, যাদবপুর কোন ছার!' ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্যকে আক্রমণ দিলীপের
তিনি আরও জানান, রাজ্য সরকার দায়িত্ব থেকে সরে গেলে হবে না। যে পরামর্শ দেওয়া হয়েছে সেগুলির বাস্তবায়ন করতে হবে। আগামী সপ্তাহে যাদবপুরকাণ্ড খতিয়ে দেখতে ইউজিসির প্রতিনিধি দল যাদবপুরে আসতে পারে বলেই সূত্রের খবর।