এক মাসেই বদলে গেল সিদ্ধান্ত। এ বছর কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির (Central Online Admission) প্রক্রিয়া হবে না। গত কয়েকবছর এই রাজ্যে যেভাবে কলেজে ভর্তি (College Admission) হত, এবছরও ঠিক সেই ভাবেই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর জানালেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
মঙ্গলবার রাজ্যের ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন ব্রাত্য বসু। বৈঠক শেষে তিনি জানান, এখনও প্রস্তুতি শেষ হয়নি। তাই সিদ্ধান্ত বদল করা হয়েছে। সূত্রের খবর, উপাচার্যরা বৈঠকে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এত কম সময়ে নির্ভুলভাবে কেন্দ্রীয় পদ্ধতিতে ভর্তি সম্ভব হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, "উপাচার্যদের দাবি, কোভিডের পর গোটা প্রক্রিয়া স্বাভাবিক করতে ৫-৬ মাস সময় লাগবে। সম্পূর্ণ নির্ভুল না হলে উচ্চ শিক্ষা দফতরের ওপর দায় এসে পড়বে। তাই এই বছরের জন্য কেন্দ্রীয় পদ্ধতি স্থগিত করা হল। পরের বছর থেকে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি হবে।"
আরও পড়ুন: রাতভর হাসপাতালের মেঝেতে, ২৪ ঘণ্টা পর হাসপাতালে বেড পেলেন বিনপুরের প্রাক্তন বাম বিধায়ক
একমাস আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন, এই বছর থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালানো হবে। মুখ্যমন্ত্রী তাতে অনুমোদন দিয়েছিলেন। এর ফলে পড়ুয়ারা বাড়ি বসেই যে কোনও কলেজে ফর্ম নিতে বা জমা দিতে পারবেন।