রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন রাজ্য বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার বিকেলে ফুরফুরা শরিফে বিধায়কের বাড়িতে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে নিরাপত্তা চেয়ে মামলা করেছিলেন। তার প্রেক্ষিতে আদালত তাঁকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছিল। তবে নওশাদ জানিয়েছেন, তাঁকে কোন পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয় তাঁর কাছে।
জানা গিয়েছে, শনিবার বিধায়কের হুগলির বাড়ি পর্যবেক্ষণ করে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা। বিধায়ককে জানিয়ে দেওয়া হয়, খুব তাড়াতাড়ি তাঁর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা পাঠানো হবে। এই আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলার একমাত্র অ-বিজেপি, অ-তৃণমূল বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল। আপাতত বিধায়ককে ঘিরে রাখবেন কেন্দ্রীয় বাহিনীর সাত জওয়ান। কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বস্তিতে আইএসএফ।
রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে কার্যত মুক্তাঞ্চলের চেহারা নিয়েছিল। সেইসময় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অভিযোগ করেছিলেন, তাঁকে খুন করা হতে পারে। নিরাপত্তা চেয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছিলেন বলে খবর শোনা গিয়েছিল। রাজনৈতিক মহলের দাবি, নওশাদকে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুপারিশ করেছিলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা।