চাঁদে অবতরণ করেছে চন্দ্রযান-৩ । সেখান থেকে রোভার প্রজ্ঞান পাঠাচ্ছে নানা তথ্য । তবে জানেন কি, কলকাতাতেও চন্দ্রযানের অবতরণ হচ্ছে ! না আজগুবি কোনও গল্প নয় মোটেই । স্বয়ং মা দুর্গার নাকি আগমন হবে চন্দ্রযানে । আর তার প্রস্তুতিও শুরু হয়ে গেল । ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক...
চন্দ্রযান আসলে এবার কলকাতার এক ক্লাবের দুর্গাপুজোর থিম (Durga Puja 2023 ) । ক্লাবের নাম আমহার্স্ট স্ট্রিটের পল্লীর যুবক বৃন্দের পুজো । এবার ৬২ তম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাবের পুজো । সম্প্রতি, সেখানে হল খুঁটিপুজো । সেখানেও থাকল চমক । প্রথমে ড্রোনের মাধ্যমে প্রতীকী চন্দ্রযান উড়িয়ে দেবীর আগমনকে প্রকাশ করা হয় । এছাড়াও শ্রীহরিকোটার সঙ্গে যুক্ত বাঙালি বিজ্ঞানী ইনশা সিরাজের বাবাকে দিয়ে পুজোর উদ্বোধন করান তাঁরা । কী কারণে এই থিম ?
আরও পড়ুন, Celeb Fashion-Belt : পোশাক যেমন হোক, লুক পালটে দেয় বেল্ট, টলি তারকাদেরও তাই দারুণ প্রিয়
পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁরা এই কাজটি করেছেন । কোনও গিমিক নয় । চন্দ্রযানের সাফল্যের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ । তাঁদের কথায়, যেমন চন্দ্রযান সবার আনন্দ, ঠিক তেমনই দুর্গাপুজোও জাতি ধর্মনির্বশেষে সবারই আনন্দের ।